Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবাসমূহঃ

(১) অনাবাসিক প্রশিক্ষণঃ-

০৬ (ছয়) মাস মেয়াদী মডার্ণ অফিস ম্যানেজমেন্ট এন্ড কম্পিউটার অ্যাপলিকেশন প্রশিক্ষণ।

০৩ (তিন) মাস মেয়াদী পোষাক তৈরী প্রশিক্ষণ।

০৬ (ছয়) মাস মেয়াদী পোষাক তৈরী প্রশিক্ষণ।

০৬ (ছয়) সপ্তাহ মেয়াদী ব্লক প্রিন্টিং প্রশিক্ষণ।

০১ (এক) মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ।

০৬ (ছয়) মাস মেয়াদী কম্পিউটার বেসিক এন্ড আইসিটি এপ্লিকেশন প্রশিক্ষণ।

০৬ (ছয়) মাস মেয়াদী ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ।

০৬ (ছয়) মাস মেয়াদী ইলেকট্রনিক্স বিষয়ক প্রশিক্ষণ।

০৬ (ছয়) মাস মেয়াদী রেফ্রিজারেশণ এন্ড এয়ার কন্ডিশনিং প্রশিক্ষণ।

০১ (ছয়) মাস মেয়াদী যানবাহন চালনা প্রশিক্ষণ।

স্থানীয় চাহিদার ভিত্তিতে ৭দিন থেকে ২১দিন পর্যমত্ম উপজেলা পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ।

(২) আবাসিক প্রশিক্ষণঃ-

০২ মাস ১৫দিন মেয়াদী গবাদী পশু, হাঁস-মুরগী পালন, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ।

স্থানীয় চাহিদার ভিত্তিতে ০১ (এক) মাস মেয়াদী ক) গবাদী পশু মোটা-তাজা করণ ও দুগ্ধবতী গাভী খ) স্বাদু পানির মৎস্য চাষ গ) হাঁস-মুরগী পালন ঘ) বাণিজ্যিক ভিত্তিতে ফুল ও সব্জি চাষ ঙ) উপকূলীয় মৎস্য চাষ প্রশিক্ষণ।

(৩) ঋণ প্রদানঃ-

জেলাধীন সকল প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে ৩০,০০০/= (ত্রিশ হাজার) টাকা থেকে ১,০০,০০০/= (এক লক্ষ) টাকা পর্যন্ত ১০% ক্রমহ্রাসমান হারে সার্ভিসচার্জে যুব ঋণ প্রদান করা হয়। তাছাড়া পরিবারভিত্তিক কর্মসূচীর আওতায় প্রতিজনকে ১২,০০০/=টাকা হতে ২০,০০০/=টাকা পর্যন্ত কেন্দ্রভিত্তিক ঋণ প্রদান করা হয়।


(৪) যুব সংগঠন তালিকাভূক্তি ও অনুদান বিতরণঃ-

যুব সংগঠনের কার্যক্রম সক্রিয় করার জন্য তালিকাভূক্তি করা হয় এবং তালিকাভূক্ত যুব সংগঠনকে প্রকল্পের বিপরীতে যুব কল্যাণ তহবিল হতে প্রতি বৎসর অনুদান হিসেবে ২০,০০০/=টাকা থেকে ২৫,০০০/=টাকা বিতরণ করা হয়।

(৫) জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালনের মাধ্যমে যুবক ও যুব মহিলাদেরকে সামাজিক উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণের ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়। এ ছাড়া বিভিন্ন সময় সভা, সেমিনার, সিম্পোজিয়াম অনুষ্ঠানের মাধমে যুবদেরকে যুব কর্মকাণ্ডের সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রচেষ্টা গ্রহণ করা হয়। সকল সেবাসমূহ সংশ্লিষ্ট উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে উপজেলা এবং জেলা কার্যালয় হতে নিস্পত্তি করা হয়।


৫। সেবা পাবার ধাপঃ

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ক্ষেত্রে সরাসরি অথবা উপজেলা কার্যালয়ের মাধ্যমে উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া বরাবর আবেদন করতে হয়।

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঋণসমূহ উপজেলা কার্যালয়ের প্রস্তাবের আলোকে জেলা কার্যালয় হতে অনুমোদন প্রদান এবং অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ঋণসমূহ উপজেলা কার্যালয় হতে অনুমোদন প্রদান করা হয়।

যুব সংগঠন তালিকাভূক্তি ও অনুদান বিতরণের বিষয়টি উপজেলা কার্যালয়ের প্রস্তাবের আলোকে জেলা কার্যালয় হতে নিস্পত্তির কার্যক্রম গ্রহণ করা হয়।