Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Regarding admission About Google TranslateCommunityMobile About GooglePrivacy & TermsHelpSend feedback
Details

‘‘যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’’

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপ-পরিচালকের কার্যালয়

যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

 

স্মারক নং-৩৪.০১.৫০০০.০০০.৩৮.০১৬.১৩-                                                                       তারিখঃ -

 

ভর্তি বিজ্ঞপ্তি

 

            দেশের  বেকার যুবদের কারিগরী  বিষয়ে দক্ষতাবৃদ্ধি, কর্মসংস্থান এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত নিমণবর্ণিত প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য বেকার যুবক/যুব মহিলাদের নিকট থেকে বর্ণিত নিয়মাবলী অনুসরণপূর্বক দরখাসত্ম আহবান করা যাচ্ছে।

ক্রঃ নং

প্রশিক্ষণ কোর্সের/ট্রেডের নাম

কোর্সের মেয়াদ

শিক্ষাগত যোগ্যতা

আসন সংখ্যা

এককালীন কোর্স ফি

দরখাসত্ম জমা দেওয়ার শেষ তারিখ

সরাসরি ভর্তির তারিখ

০১।

উইন্ডো ও স্প্লীট টাইপ এয়ার কন্ডিশন রিপেয়ার ও ইন্সটলেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স      

        (অনাবাসিক)

০১ মাস

অষ্টম শ্রেণী

পাশ

২৫

২০০/-

১৫/০৪/১৮

১৫/০৪/১৮

 

দরখাসত্ম ও ভর্তি সংক্রামত্ম নিয়মাবলীঃ

ক)       প্রার্থীকে  অবশ্যই ১৮-৩৫ বৎসর বয়সী বেকার যুবক/যুব মহিলা হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা সমত্মানদের অগ্রাধিকার দেয়া হবে।                       

খ)       যুব সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব মহিলা প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেয়া হবে।

গ)        নির্ধারিত ‘ভর্তির আবেদন ফরমে (১) নাম(বাংলা ও ইংরেজি) (২) পিতার নাম(বাংলা ও ইংরেজি) (৩) মাতার নাম(বাংলা ও ইংরেজি) (৪)  জন্ম তারিখ (৫) বিজ্ঞপ্তি প্রদানের তারিখে বয়স (৬) জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্র (৭) বর্তমান ঠিকানা (৮) স্থায়ী ঠিকানা (৯) শিক্ষাগত যোগ্যতা (১০) ধর্ম (১১) জেন্ডার/লিঙ্গ (১২) মোবাইল নম্বর (১৩) বিকল্প যোগাযোগ নম্বর (১৪) ইতঃপূর্বে গৃহিত প্রশিক্ষণ (যদি থাকে) (১৫) যুব সংগঠনের সদস্য হলে সংগঠনের নাম এবং (১৬) ভবিষ্যৎ পরিকল্পণা/প্রশিক্ষণ গ্রহণের কারণ উলেস্নখ করতে হবে। 

ঘ)        নির্ধারিত আবেদন ফরম যুব উন্নয়ন অধিদপ্তরের www.dyd.gov.bd  ওয়েবসাইটে পাওয়া যাবে অথবা জেলার উপ-পরিচালক এবং  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় থেকে বিনামূল্যে সংগ্রহ করা যাবে।            

ঙ)       দূরবর্তী স্থানে বসবাসরত বেকার যুবদের সুবিধার্থে প্রশিক্ষণ নির্বিশেষে আবেদনপত্র উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়/জেলা কার্যালয়ে দাখিল করতে হবে।

চ)        আবদনপত্রের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ছায়ালিপি (খ) জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক জন্ম নিবন্ধন সনদপত্র (গ) সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। সকল কাগজপত্রের অনুলিপি এবং ছবি সত্যায়িত করে জমা দিতে হবে। নির্বাচনী পরীক্ষার সময় মূল সনদপত্রসমূহ সংগে আনতে হবে।

ছ)        প্রার্থীকে অবশ্যই বেকার হতে হবে এবং আত্মকর্ম করে  স্বনির্ভর হওয়ার জন্য আমত্মরিক সচেষ্ট থাকতে হবে।

জ)       সাক্ষাতের জন্য নির্ধারিত তারিখে সংশিস্নষ্ট নির্বাচনী বোর্ডের সামনে সকাল ১০:০০ঘটিকায় হাজির হতে হবে। এ জন্য কোন প্রকার টি.এ.ডি.এ. দেয়া হবে না।

ঝ)       ভর্তির ব্যাপারে নির্বাচনী বোর্ডের সিদ্ধামত্মই চূড়ামত্ম বলে গণ্য হবে।

ঞ)      ভর্তি বিজ্ঞপ্তি সংক্রামত্ম হালনাগাদ তথ্য অত্র কার্যালয়ের নোটিশ বোর্ডের মাধ্যমে জানা যাবে।

 

Rounded Rectangle: প্রশিক্ষণ ও ভর্তির জন্য যোগাযোগঃ 

 

 

 

 

  • জনাব মোঃ শাহ জামাল, প্রশিক্ষক(আর/এসি)

    মোবাইলঃ ০১৯১২-৪৬৪৬৩৫

  • জনাব নয়ন কুমার রায়, সহকারী প্রশিক্ষক(আর/এসি)

    মোবাইলঃ ০১৭১৬-২৮৩৭৫৮

 

 

 
 

(মোঃ মাসুদুল হাসান মালিক)

উপ-পরিচালক(চঃদাঃ)

যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

   

 

 

 

 

 

 

 

 

 

স্মারক নং-৩৪.০১.৫০০০.০০০.৩৮.০১৬.১৩-                                                                       তারিখঃ -

            অনুলিপি সদয় অবগতি ও কার্যার্থে প্রেরণ করা হলোঃ

০১।        জেলা প্রশাসক, কুষ্টিয়া

০২।       পুলিশ সুপার, কুষ্টিয়া।

০৩।       জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, কুষ্টিয়া।

০৪।       জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর, কুষ্টিয়া।

০৫।       উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর, কুষ্টিয়া।

০৬।       জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর, কুষ্টিয়া।

০৭।       ডেপুটি কো-অর্ডিনেটর, যুব প্রশিক্ষণ কেন্দ্র, যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

০৮।       সিনিঃ প্রশিক্ষক (স্টেনো-টাইপিং), যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

০৯।       উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, কুষ্টিয়া সদর/মিরপুর/ভেড়ামারা/দৌলতপুর/কুমারখালী/খোকসা, কুষ্টিয়া (তাকে ভর্তির বিজ্ঞপ্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা সমাজসেবা অফিস, সহকারী কমিশনার (ভূমি),  উপজেলা মৎস্য, কৃষি, প্রাণিসম্পদ কার্যালয়, ইউনিয়ন ভুমি অফিস, ইউনিয়ন ডিজিটাল সেন্টার ও তালিকাভুক্ত যুবসংগঠনে প্রেরণ এবং অফিসের নোটিশ বোর্ডে টানানোর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো)।

১০।        প্রশিক্ষক(আরএসি), যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

১১।        অফিসের নোটিশ বোর্ড।

১২।        অফিস কপি।                  

                     

 

                                                                    

 

 

 
 

(মোঃ মাসুদুল হাসান মালিক)

উপ-পরিচালক(চঃদাঃ)

যুব উন্নয়ন অধিদপ্তর, কুষ্টিয়া।

 

 

 

 

 

 

 

 

                                                           

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Publish Date
11/04/2018
Archieve Date
26/12/2018